সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২১ ০৩:১৬
আপডেট:
১৭ অক্টোবর ২০২১ ০৪:১৯

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ইমাম বাড়ি নামক স্থানে কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকালে এক জাকজমক পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর রাজনৈতিক প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
প্রতিযোগিতায় সর্ব মোট ৭টি নৌকা অংশগ্রহণ করে। এরমধ্যে গট্টির চানমিয়ার নৌকা প্রথম ও সাজিদ মাতু্ব্বারের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে কুমার নদীর দুই ধারে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: