রামেকে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু
প্রকাশিত:
২০ অক্টোবর ২০২১ ১৬:৫৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪২ জন, করোনা আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩টি নমুনা পরীক্ষায় সাতজন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪.৯৫ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: