৪৮ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ১৫:১১
আপডেট:
২ নভেম্বর ২০২১ ০৩:৩০

কুমিল্লার মুরাদনগরে ৪৮ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর হেলাল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
ওসি বলেন, নিহত হেলাল ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু ছিলো। সেই সুবাদে হেলাল প্রায় আরিফের বাড়িতে রাত্রি যাপন করতো। আরিফের অজান্তে তার মায়ের সাথে সম্পর্ক গড়ে উঠে হেলালের। প্রায় দু’মাস আগে হেলালকে তার মায়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে আরিফ। এরপর থেকেই ঘনিষ্ঠ বন্ধু শত্রুতে রূপ নেয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে হেলালসহ আরো ৫জন বন্ধুকে নিয়ে নেশা করার উদ্দেশ্যে নবীপুর মেসার্স নিউ থ্রি স্টার ব্রিকস্ ফিল্ডে যায় আরিফ। নেশায় বুদ হওয়ার পর পকেটে থাকা খুর দিয়ে হেলালের গলায় আঘাত করে আরিফ। আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে বন্ধুদের সহযোগিতায় হেলালের লিঙ্গ কেটে ফেলে আরিফ। পরে লাশ পানিতে ফেলে পালিয়ে যায় তারা।
ঘটনার সাথে জড়িত আটককৃতরা হলেন, রাসেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, জুয়েল মিয়া, সুজন মিয়া ও এরশাদ। তবে ঘটনার মূল আসামী আরিফ মিয়া এখনো পলাতক। তারা সবাই উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত, সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রি স্টার ব্রিকস্ ফিল্ডের পাশের ডোবা থেকে উপজেলার রহিমপুর গ্রামের হিরু মিয়ার ছেলে হেলাল উদ্দিন এর লাশ উদ্ধার করে পুলিশ। সে পেশায় একজন সিএনজি চালক ছিলো।
আপনার মূল্যবান মতামত দিন: