আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ১৬:২৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন ।
নিহতরা হচ্ছেন- আব্দুল ওয়াহেদ ও শিশু হাবিবা। আহতরা হলেন, স্মৃতি বেগম, ওয়াফি, তামিমা, রোকসান, ফারুমা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ তার পরিবার নিয়ে কাউতলী থেকে কসবার নয়নপুর যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর নামক এলাকায় কুমিল্লা অভিমুখী মালবাহী ট্রাকটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আব্দুল ওয়াহেদ ও হাবিবা মারা যায়। আহত অবস্থায় বাকি ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: