পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে জরিমানা গুনলেন ৯ জেলে
প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২১ ১৮:৪৯
আপডেট:
২৫ অক্টোবর ২০২১ ১৯:২৪

ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে নয় জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান।
অভিযান শেষে গোপালপুর ফেরিঘাটে আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২৫ কেজি ইলিশ মাছ ও ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং ইলিশ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: