রাজশাহীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ১০:২৪
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৫:১৬

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ মো. আলমগীর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে চারঘাট উপজেলার মালেকার মোড় এলাকা থেকে হাতেনাতে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে মোল্লাপাড়া ক্যাম্পের র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানি কমান্ডার (সিপিএসসি) মেজর মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুঠিয়ার বানেশ্বর বাজারে টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, চারঘাটের মালেকার মোড় এলাকার একটি ফাঁকা জায়গায় এক যুবক একটি বিদেশিপিস্তলসহ অবস্থান করছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের একটি টিম। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: