টাঙ্গাইলে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ২১:৩৪
আপডেট:
৩১ অক্টোবর ২০২১ ০০:২৪

টাঙ্গাইলের ঘাটাইলে দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার একটি বাসা থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ বছরের এক শিশুও।
শনিবার (৩০ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই এলাকার মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও অজ্ঞাত যুবক (৩৫)।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম জানান, তিনজনের মৃত্যুর ঘটনার কথা শুনেছি। হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: