আদমদীঘিতে শিয়ালসদৃশ প্রাণীর আক্রমণে শিশুসহ আহত ৪
প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ১৬:৩৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:০০

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের ফতুয়া পাড়ায় সোমবার সন্ধ্যায় শিয়ালসদৃশ প্রাণীর আক্রমণে এক শিশু ও তিন কিশোর-কিশোরী আহত হয়েছেন।
আহতরা হলেন- নয়ন, অনিক, শাহানাজ পারভিন ও শিশু জীম।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় গ্রামের স্থানীয় এক ক্লাব ঘরের সামনে শিয়ালের মতো দেখতে একটি প্রাণী হঠাৎ করে উপস্থিত সবার ওপর আক্রমণ করে। ওই সময় শিশু জীমসহ বাকি ৩জন ওই প্রাণীর কামড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুন নাহার বলেন, শিয়ালের মতো দেখতে একটি প্রাণী আহতদের ওপর আক্রমণ করেছে শুনেছি। এই বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য জানা যাবে।
আপনার মূল্যবান মতামত দিন: