বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


ভোট চাইতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ২১:৪৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৪

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। নির্বাচনে অংশ নেয়া দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেদিনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সুমন, তারিখ, শান্ত, কাওছার চৌধুরী, কাওছার আলী, নওশেদ আলী, তারিখ মোল্লা, আব্দুর রাজ্জাক, শওকত মণ্ডল, আব্দুল হালিম, নওশের মণ্ডল।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল আলিমের সমর্থকরা ভোট চাইতে যান। এ সময় অপর প্রার্থী ইসরাইল বিশ্বাসের সমর্থকরা বাঁশ ও রড নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের মোট ১২ জন আহত হন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি নির্বাচনের ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দুই প্রার্থী বিষয়টি মীমাংসা করে নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top