প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ২১:১২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:২৬

ময়মনসিংহের ফুলপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সোমবার (১ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে কিটনাশক পান করে জীবন মিয়া নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২ নভেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জীবন মিয়া একই উপজেলার এক স্কুলছাত্রীকে পছন্দ করত। রোববার জীবন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনার পরদিন সোমবার ভোরে বাড়ির সবার অজান্তে কিটনাশক পান করে জীবন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে জীবনের মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: