নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২১ ২০:০২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:২৮

নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৬টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের রিপন মোল্লা ও আবু খায়ের নামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তাৎক্ষণিক সবার পরিচয় পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: