মমেকে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১জনের মৃত্যু
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০০:৪৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে নিখিল চন্দ্র দেবনাথ নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে মমেক করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন।
অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেকের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১১১ নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: