বগুড়ায় সরকারি টেলিফোনের ক্যাবল চুরির সময় গ্রেপ্তার ৩
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০৭:২৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১১

বগুড়ার শাজাহানপুরে সরকারি টেলিফোনের ভূগর্ভস্থ ক্যাবল চুরির সময় সুলতান আহমেদ, আনোয়ার ও আব্দুল হান্নান নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সাজাপুর রাধারঘাট গ্রামে মাটি খুঁড়ে ভূগর্ভস্থ মূল্যবান সরকারি টেলিফোন ক্যাবল চুরি করছিলেন ওই ৩ যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে কাটা ক্যাবলসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তিনি আরও বলেন, মামলা দিয়ে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: