কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ২০:৩২
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪৩

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মো. ইকবাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইকবাল ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার দুপুরে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান।
তিনি জানান, শুক্রবার দুপুরের দিকে চেকপোস্টে কক্সবাজারমুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ইকবালকেও আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিটিও। সিএনজিসহ মো. ইকবালকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক ইকবালের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: