ট্রেনের অপেক্ষায় রেলস্টেশনে হাজারও যাত্রী
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ২২:৫২
আপডেট:
৬ নভেম্বর ২০২১ ২৩:০৮

সারাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। মহাসড়কে কোনো ধরনের দূরপাল্লার ও আঞ্চলিক যানবাহন চলছে না।
শনিবার (৬ নভেম্বর) সরেজমিনে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে দেখা গেছে, ট্রেনের অপেক্ষায় হাজারও মানুষ। ট্রেন আসার সাথে সাথে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
ভিড়ের কারণে টিকিট থাকলেও অনেকে উঠতে পারছেন না। একটা ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরও আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।
এদিকে আজ শনিবার বেলা সাড়ে ৩টায় ঢাকায় সিভিল অ্যাভিয়েশনের পরীক্ষা। পরীক্ষা দিতে যেভাবেই হোক পৌঁছাতে হবে হলে। কিন্তু বাস চলছে না, এদিকে ট্রেনের টিকিট নেই। তাছাড়া স্টেশনে হাজার হাজার যাত্রীর ভিড়। এ নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘ধর্মঘটের কারণে মহাসড়কে যানবাহন চলছে না। এতে সবাই ট্রেনমুখী হয়েছে। এমনিতেই আমাদের স্টেশনে অনেক যাত্রী থাকে। তবে ধর্মঘটের কারণে যাত্রীর সংখ্যা সকাল থেকে কয়েকগুণ বেড়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: