রামেকে করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০১:২৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০৭

মহামারি করোনাভাইরাসের উপর্সগ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেক করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় রাজশাহীর ৩জন ও নওগাঁর ২জন মারা গেছেন। এদিকে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৪জন। সুস্থ হয়েছেন একজন।
তিনি আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ২৮ জনের নমুনা পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৪ জন শনাক্ত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: