পাতাখালী থেকে হরিণের মাংস-মাথাসহ শিকারি আটক
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৬:১৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩১

সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে রোববার (৭ নভেম্বর) ভোরে হরিণের মাংস ও মাথাসহ মো. ইস্রাফিল নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার লে. কমান্ডার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও ১টি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: