কক্সবাজারে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ২১:২৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৩১

কক্সবাজারের উখিয়ায় সাড়ে ৩ লাখ ইয়াবা ও বিদেশি মদসহ রিয়াজুল করিম বাপ্পি, মনোয়ারা বেগম, সাখাওয়াত হোসেন মুন্না ও জয়নাল উদ্দিন নামের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় গুরা মিয়ার বসতঘর থেকে সাড়ে ৩ লাখ ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৮ বোতল বিয়ার, সিমসহ ৬টি মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে তাদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: