গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩
প্রকাশিত:
৯ নভেম্বর ২০২১ ০০:২৬
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০৪

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে শরীফ, আবু বক্কর ও শাহীন নামের তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ৩ শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
আপনার মূল্যবান মতামত দিন: