নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ আটক ২
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২১ ০৩:৩১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৪১

নোয়াখালীর বেগমগঞ্জে রাকিব চোরা ও দেলোয়ার হোসেন বাবু নামের ২ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা স্থানীয় সাহাব উদ্দিন বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আলাইয়ারপুর ইউনিয়নের রমনীরহাট এলাকায় সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। তারা দুই আসামিকে আটক করে। জিজ্ঞাসাবাদে সন্ত্রাসীরা অস্ত্র-গুলির কথা জানায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলাইয়ারপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাবলুর সুপারি বাগানের ডোবা ও ঝোপঝাড়ের ভেতর থেকে দুটি পাইপগান ও ৪ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: