রামেকে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ০১:৪৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১১ জন ও সুস্থ হয়েছেন ৬জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৯ জন। করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন।
তিনি আরও জানান, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৭ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৪৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: