চারটি পাঙ্গাশ মাছের দাম ৩০ হাজার!
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ২১:২৬
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৫২

বরগুনার বিশখালীর মোহনা থেকে ধরা ৪৩ কেজি ওজনের ৪টি পাঙ্গাশ মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় জেলে হোসেন গাজীর শাইন জালে মাছ চারটি ধরা পড়ে বুধবার সন্ধ্যায়। এরপর মাছগুলো বরগুনা মাছ বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে কবির ছগীর মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করেন। পরে এই আড়ত থেকে খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন মাছ ৪টি কিনে নেন।
মাছ চারটির মোট ৪৩ কেজি ওজন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন ১৪ কেজি এবং সবচেয়ে ছোট মাছটির ওজন ৯ কেজি। বাকি মাছ দুটি ১০ কেজি করে। মাছগুলোর প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতা দেলোয়ার।
বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, মাছগুলো বিশখালী নদীর। নদীর মাছ হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে বাজারে। তার ওপর আবার সাইজে বড়। প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: