চার দিন পর করোনায় মৃত্যুহীন রামেক
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ২২:৫৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:০০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কারও মৃত্যু হয়নি। এ নিয়ে আবারও ৪ দিন পর মৃত্যুহীন দিন কাটলো রামেক করোনা ইউনিটে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোববার (৭ নভেম্বর) উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রামেক হাসপাতাল। এর আগে, ৩১ অক্টোবর ও ১৫ মে রামেকে করোনা ইউনিটের দিনগুলো ছিল মৃত্যুহীন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়েছেন ৩জন। করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬ জন।
আপনার মূল্যবান মতামত দিন: