চট্টগ্রামে ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ৬
প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ০০:১৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৩০

চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী রুস্তম আলীর সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী সাজুর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হয়েছে।
আহতদের ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে আজ সকালে সীতাকুণ্ড উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একপক্ষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে বিজিবি ও পুলিশ সদস্যরা এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
সকাল থেকে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের ফটিকছড়ি, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এই তিন উপজেলার ৩৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ফটিকছড়ি উপজেলায় ১২টি, সীতাকুণ্ড উপজেলায় ৯টি এবং মিরসরাই উপজেলায় ১৬টি।
নির্বাচনে দু’টি ইউনিয়ন ছাড়া কোথাও বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
আপনার মূল্যবান মতামত দিন: