চট্টগ্রামে ধান ক্ষেতে বন্য হাতির মৃত্যু
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ০৩:৩০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩৬

চট্টগ্রামের বাঁশখালী উপচেলার পূর্ব চাম্বল ইউনিয়নের একটি ধানক্ষেতে শুক্রবার ১২ নভেম্বর) একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের একটি টিম মৃত হাতি উদ্ধার ও মৃত্যুর কারণ উদঘাটনে ঘটনাস্থলে রয়েছে। বাঁশখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ হাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্র জানায়, ধানক্ষেতে একটি বড় মৃত হাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে হাতির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হাতিটি কিভাবে মারা গেলো তা উদঘাটনে ময়নাতদন্ত করে দেখা হবে। পরে হাতিটিকে মাটি চাপা দেওয়া হবে বলে বন বিভাগ জানিয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করেছে বন বিভাগ।
আপনার মূল্যবান মতামত দিন: