চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০১:৪৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৪:৫৩

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৮ জনে। এছাড়া একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৭ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২হাজার ৩০৮ জনে।
রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৬২ শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ১জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: