গাজীপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২১ ০০:২০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৪৮

গাজীপুরের সদর উপজেলার বেগমপুর ফুওয়াং গেইট এলাকা থেকে রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পিস্তলসহ সুমন খান নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব।
পরে একটি ফায়ারিং পিন যুক্ত সচল পিস্তল ও পিস্তলের সাথে চড়ানো একটি খালি ম্যাগাজিনসহ সুমন খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মূল্যবান মতামত দিন: