গোপালগঞ্জে
গণপ্রকৌশল দিবস ও আইডিবি`র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২১ ০১:৩৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৭

গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিবি) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সম্প্রিতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা'।
বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এছাড়া, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
পরে সেখানে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়। এরপর পৌর মুক্তমঞ্চে আলোচনা সভা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: