চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২১ ০৫:৩৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৩৪

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের টেক বাজারপোল এলাকায় মঙ্গলবার (১৬ নভেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে মো. ইব্রাহিম নামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৫ জুলাই সীতাকুণ্ডের এক তরুণীকে ইব্রাহিমসহ কয়েকজনে মিলে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি ছায়াতদন্ত করে র্যাব। একপর্যায়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ইব্রাহিম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: