শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


রাজবাড়ীতে ৪১ হাজার টাকায় বিক্রি হলো ২ কাতল


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২১ ০৭:২২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৩৩

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের দুইটি বিশালাকৃতির কাতল মাছ ধরা পড়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকালে জেলে হজো চালাকের জালে মাছটি ধরা পরে।

সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাহাজান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কাতল মাছ দুটি কিনে নেন। এসময় মাছ দুটি এক নজর দেখার জন্য স্থানীয় মানুষ ভিড় জমান।

মাছ ব‍্যবসায়ী সম্রাট শাজাহান জানান, সকালে জেলে হজো চালাকের কাছ থেকে ১ হাজার ৩০০শ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় মাছ দুটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

তিনি আরও জানান, জেলে হজো চালাক দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা। প্রতিদিনের ন্যায় আজকেও মাছ ধরতে যায়। পরে সকালে তার জালে মাছটি ধরা পরলে মাছের আড়ৎ এ নিয়ে আসেন। পরে সেখান থেকে মাছটি কিনে নেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top