গাজীপুরের টঙ্গীতে চোলাই মদসহ গ্রেপ্তার ১
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০২:৪৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫৭

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকার একটি বাসায় বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মানিক বড়াল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মানিক এলাকায় বিষাক্ত চোলাই মদ বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী কলেজ গেট এলাকার বাশারের বাড়ির পঞ্চম তলায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বৃহস্পতিবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: