রাজশাহীতে বিদেশি পিস্তল-ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০৮:০২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৩

রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার আমিন পেট্রোল পাম্পের সামনে থেকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অস্ত্র-গুলি ও ইয়াবাসহ মো. আজিম আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার মো. আজিম আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মো. নজরুলের ছেলে।
আরএমপির গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবাসহ মো. আজিম আলীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: