বড়শিতে ধরা পড়ল ১৩ কেজির গজার মাছ
প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ১৯:২৪
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৪:২৪

বরগুনার সদর উপজেলার চেয়ারম্যান বাজার খাল থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কামাল হোসেন নামের এক মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের গজার মাছ।
কামাল হোসেন সংবাদমাধমকে জানান, প্রতি বৃহস্পতিবার থেকে শনিবার জেলার বিভিন্ন স্থানে মাছ শিকারে যান তিনি।
বৃহস্পতিবার বিকেলে প্রথমে সদরের সোনাখালী এলাকায় মাছ শিকারে যায় সে ও তার কয়েকজন বন্ধু। সেখানে সন্ধ্যা পর্যন্ত বসে থেকে মাছের দেখা না পেয়ে তারা সদরের চেয়ারম্যান বাজারে গিয়ে বড়শি ফেলে। রাত সাড়ে ১১টার দিকে বড়শিতে গজার মাছটি ধরা পড়ে।
মৎস্যজীবী সমিতির নেতা গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গজার মাছ খুব কম ধরা পড়ে। বাজারে এই মাছের বিক্রিও তেমন হয় না। তবে প্রচুর চাহিদা রয়েছে বাজারে।
আপনার মূল্যবান মতামত দিন: