খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে ব্লুটুথসহ আটক ৬
প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ০৬:০৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৫

পটুয়াখালী শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষার হল এবং এর আশপাশ থেকে উপ-খাদ্যপরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় সময় অসুদপায় অবলম্বনের অভিযোগে ব্লুটুথ ডিভাইসসহ এক পরীক্ষার্থী ও ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর)সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সুমি আক্তার নামের এক পরীক্ষার্থীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এর মধ্যে মাকসুদ, কাওছার, রাসেল নামের ৩ যুবক রয়েছেন।
প্রসঙ্গত,পটুয়াখালী জেলায় মোট ১৫টি কেন্দ্রে উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১০ হাজার পরীক্ষার্থী অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: