বঙ্গবন্ধুর সমাধিতে সিলেট আ.লীগ নেতাদের শ্রদ্ধা
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০১:৩৯
আপডেট:
২১ নভেম্বর ২০২১ ০৬:২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে ফাতেহা পাঠ করেন সিলেটের আওয়ামী লীগ নেতারা।
এরআগে শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নেতাদের বহনকারী গাড়িবহর। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানান, টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে ফাতেহা পাঠ করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির আমন্ত্রণে তার ঢাকার বাস ভবনে সিলেটের নেতৃবৃন্দরা আসেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মীনী সেলিনা মোমেন তাদেরকে অভ্যর্থনা জানান। পরে তারা সেখানে নৈশভোজে অংশ নেন। ঢাকায় রাত্রীযাপন শেষে শনিবার ভোরে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।
আপনার মূল্যবান মতামত দিন: