কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ২
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ২১:২৩
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:০০

কুষ্টিয়ার খোকসা উপজেলার হিজলাবট নদীর ঘাট থেকে শনিবার দিবাগত রাতে একাধিক মামলার দুই চিহ্নিত আসামি সামিরুল মণ্ডল ও রাজিব শেখকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সকালে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা হিজলাবট ঘাটে অভিযান চালিয়ে সামিরুল ও রাজিব নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সামিরুলের কাছ থেকে ১টি ওয়ান শুটার বন্দুক, ১ রাউন্ড গুলি, ২টি রাম দা ও রাজিবের নিকট থেকে ৯৮ পিছ ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: