কক্সবাজারের আলাউদ্দিন হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ০৩:১০
আপডেট:
২৪ নভেম্বর ২০২১ ০৩:১১

কক্সবাজারের মহেশখালী ও বান্দরবানের লামায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম প্রকাশ মামুন, মো. রিফাত ও আয়ুব আলী নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যার ঘটনায় তার ভাই ১৮ জনকে আসামি করে মামলা করেন। এরপর র্যাবের তদন্ত শুরু হয়।
তদন্ত করতে গিয়ে সোমবার বান্দরবানের লামার ফাইতং থেকে প্রধান আসামি রফিকুল ইসলাম মামুন ও তার সহযোগী রিফাতকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের পর র্যাব কালারমারছড়ার ছামিরাঘোনা পাহাড়ের মাটি খুঁড়ে ৪ টি একনলা বন্দুক, ১ টি বন্দুক, ৩ টি এলজি, ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
আপনার মূল্যবান মতামত দিন: