বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


কক্সবাজারে অস্ত্র-মাদক আইসসহ আটক ১


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ২০:৪২

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৮

ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেচুয়াপ্রাং এলাকায় র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-মাদক আইস ও ইয়াবাসহ মো. আলমগীর নামে এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার লেচুয়াপ্রাংয়ের জামাল হোছনের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় বসতঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় রাইফেল, ১৩ রাউন্ড গুলি, ২ রাউন্ড খালি খোসা, ৪টি ধারালো অস্ত্র, ৮০০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস ও ১১ হাজার পিস ইয়াবা।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক ('ল' অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আলমগীরকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী আরও দুজন পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলমগীর জানিয়েছেন, পলাতক আসামিদের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা করে আসছিল।

আটক আলমগীরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top