গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ২১:৩৮
আপডেট:
২৫ নভেম্বর ২০২১ ২১:৫৫

গাজীপুর সিটি কর্পোরেশনের দেশী পাড়া এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১০টার দিকে উদ্ধার করা মরদেহদুটির পরিচয় জানা যায়নি। দুজনকেই গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র জানান, নগরের দেশী পাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে মায়ের বয়স আনুমানিক ২৫ এবং মেয়ের বয়স ৫ বছর। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। এই ব্যাপারে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: