বগুড়ায় নকল স্বর্ণের বারসহ দুই প্রতারক আটক
প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২১ ২০:৩৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৭

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে একটি নকল স্বর্ণের বারসহ জয়নাল মন্ডল ও জহুরুল প্রামাণিক নামের ২ প্রতারককে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, তারা অটোরিকশার মাধ্যমে ড্রাইভার ও যাত্রী বেশে নকল স্বর্ণের বার দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করতো। তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: