নোয়াখালীতে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ১
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০০:৩৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ বোতল ফেনসিডিল ও ১৫ পিস ইয়াবাসহ মো. আবদুস সাত্তার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফেনসিডিলের একটি খালি ও ৫ টি পুরো বোতল এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: