উখিয়া থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৪:৪৬
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৫৭

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প এলাকা থেকে ১৪ হাজার ইয়াবাসহ সালামত উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোর ৫টার পরে র্যাব-১৫ এর একটি দল উখিয়া থানাধীন রাজাপালং ইউপির কুতুপালং এমএসএফ হাসপাতালের বিপরীত পাশে কনিকা মডেল বিউটি পার্লারের সামনে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা যুবক সালামত উল্লাহকে আটক করে।
পরে তাকে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: