চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ২১:৪১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৪৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখা গ্রামে কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণের অভিযোগে আল-আমিন নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় নিজ কার্যালয়ে র্যাব-৬ এর অধীনে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর অধিনায়ক ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এসময় শিশুটিকে কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণ করে আল-আমিন।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির দাদী শ্যামনগর থানায় মামলা করেছেন। কিন্তু মামলা দায়েরের আগেই অভিযুক্ত আল-আমিন আত্মগোপনে চলে যায়। এরপর শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব। অভিযুক্ত যুবককের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলায় প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: