ঝাউতলা থেকে অলৌকিক ঘটিসহ ৩ ভুয়া তান্ত্রিক গ্রেফতার
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ২২:০৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:২৭

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ঝাউতলা থেকে শুক্রবার সন্ধ্যায় ‘অলৌকিক ক্ষমতাসম্পন্ন’ প্রত্নতাত্ত্বিক ঘটিসহ আরিফুল ইসলাম, আলী মন্ডল, জিয়া আহম্মেদ নামের ৩ ভুয়া তান্ত্রিককে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার( ২৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব-১২, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় জানান, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।
তিনি জানান, প্রতারকরা বলতেন এটা প্রত্নতাত্ত্বিক প্রাচীন ঘটি। এ ঘটিটির অলৌকিক ক্ষমতাও আছে। এর পাশে চিনি রাখলে তা একাই গলে যায়।
তারা বলতেন, এর দাম কোটি টাকা। এটি কেউ কিনলে তা দিয়ে তারা কোটি কোটি টাকা আয় করতে পারবেন কিংবা অনেক দামে বিক্রি করতে পারবেন। সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা।
তিনি আরও জানান, প্রতারকদের কাছ থেকে নকল একটি লোটা জব্দ করা হয়। এ সময় তাদের কাছে ৪টি মোবাইল ফোন, ৭টি সিম কার্ড ও নগদ ৭৫০ টাকা পাওয়া যায়। উদ্ধার করা মালামালসহ কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় এ ব্যাপারে এজাহার দায়ের করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: