শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


নেত্রকোনায় জালভোট দিতে গিয়ে যুবক আটক


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ০১:৫৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৭:২৩

ছবি-সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দেওয়ার সময় সারাফত মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।

জানা গেছে, সারাফত মিয়া রোববার ১২টার দিকে কেন্দ্রের ১ নম্বর কক্ষে গিয়ে নিজেকে এরশাদ মিয়া বলে পরিচয় দেন। ওই পরিচয়ে সে ভোট দিতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। তখন যাচাই-বাছাই করে দেখা যায়, সে আসলে এরশাদ না, তার প্রকৃত নাম সারাফত।

তার মামা এরশাদ মিয়া এলাকায় না থাকায় সে এরশাদ মিয়া নাম ধারণ করে জালভোট দিতে যায়। কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি প্রিসাইডিং অফিসার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানকে জানালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডেকে তাকে আটকের নির্দেশ দেন। পরে তাকে কেন্দ্রের একটি কক্ষে পুলিশ পাহারায় আটকে রাখা হয়।


সম্পর্কিত বিষয়:

নেত্রকোনা যুবক আটক জালভোট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top