নীলফামারীতে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ২১:২৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৪৮

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫ নং কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন সংশ্লিষ্টদের আটকে রাখে।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুবেল হোসেন নামের ১ জন বিজিবির নায়েক নিহত ও কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: