ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ২২:৩২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৮:১৪

মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে আইসিউতে ৯ জনসহ মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
আপনার মূল্যবান মতামত দিন: