চট্টগ্রামে আরও ৯ জনের করোনা শনাক্ত
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ২২:৪৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৯:৫১

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের নতুন করে শনাক্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৩৯৭ জনে।
সোমবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা পরীক্ষা করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৬১ শতাংশ। শনাক্তদের সবাই শহরের বাসিন্দা।
আপনার মূল্যবান মতামত দিন: