কক্সবাজারে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২১ ০৭:৪৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:১৫

কক্সবাজারের উখিয়ায় রোববার রাতে ১ হাজার ৫০ পিস ইয়াবা ও অস্ত্রসহ নুর আলম নামে এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
সোমবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
এসপি নাইমুল হক জানান, রোববার রাত মধুছড়া ক্যাম্পে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয় বিক্রয় করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে পাইপগান ও কার্তুজসহ আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত নুর আলমকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: