বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


মহাদেবপুরে পিস্তল-শুটারগানসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ২১:০৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৬

ছবি সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতুনতলী বাজার এলাকা থেকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে পিস্তল-শুটারগান ও গুলিসহ আইনুর ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার ছাতুনতলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় শপিং ব্যাগ বহনকারী যুবক আইনুর ইসলামকে সন্দেহমুলক আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এতে আরও বলা যায়, গ্রেফতার আইনুর ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী ও দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। এই ঘটনায় মহাদেবপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top